Back
Home » সংবাদ
দেহ ব্যবসায় পুরসভা যোগ! কোন্নগর থেকে গ্রেফতার ১২
Oneindia | 12th Jul, 2018 03:58 PM

পুরসভার গেস্ট হাউসে দেহ ব্যবসা চালানো অভিযোগ। বহুদিন ধরে কোন্নগরের স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানিয়েছিলেন প্রশাসনের কাছে। সেখানেই হানা দেয় সিআইডির একটি দল। আট মহিলা-সহ ১২জনকে সেখান থেকে গ্রেফতার করা হয়। ধৃতদের বৃহস্পতিবার আদালতে তোলা হয়।

হুগলির কোন্নগর স্টেশন সংলগ্ন বিশ্রামিকা গেস্ট হাউস। স্টেশনের কাছেই হওয়ায় খরিদ্দারও হচ্ছিল বেশ। স্থানীয়দের অভিযোগ ঘণ্টায় ৪০০ টাকা দিলেই পাওয়া যেত ঘর। বিষয়টি পুরসভার চেয়ারম্যানকে জানিয়েও কোনও ফল হয়নি বলেও অভিযোগ স্থানীয়দের।

দেহ ব্যবসা চালাতে দালাল ছাড়াও সোশ্যাল মিডিয়াকেও ব্যবহার করা হত বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেই মহিলাদের ছবি খরিদ্দারের কাছে পাঠানো হত। ঘটনাস্থল থেকে ১২ জন গ্রেফতারের পাশাপাশি ১০ টি মোবাইল, অশ্লীল ছবি ও ডিভিডি বাজেয়াপ্ত করে সিআইডি। অভিযানের পরে গেস্টহাউসটি সিল করে দেয় সিআইডি।