Back
Home » সংবাদ
শিল্প বৃদ্ধি দেড় বছরে তলানিতে ঠেকেছে! রিপোর্টে কপালে ভাঁজ মোদী সরকারের
Oneindia | 12th Jan, 2019 07:14 PM

দেশের শিল্প বৃদ্ধি গত দেড় বছরের মধ্যে সর্বনিম্নে এসে ঠেকেছে। এমন তথ্যই উঠে এসেছে নভেম্বর মাসের রিপোর্ট থেকে। শুক্রবার এই রিপোর্টই প্রকাশিত হয়েছে। যা গত ১৭ মাসে সবথেকে কম। বৃদ্ধি ০.৫ শতাংশ নেমে গিয়েছে।

এর একটি দিক থাকতে পারে, দিওয়ালি কখন আসছে তার ওপরে শতাংশের ওঠানামা নির্ভর করে। সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মধ্যে উৎসবের মরশুমে সবসময়ই দোলাচলের আশঙ্কা থাকে।

নোট বাতিল ও জিএসটির মতো ব্যবস্থা চালু যে শিল্পে প্রভাব ফেলেছে তা কেন্দ্রও বহুবার মেনে নিয়েছে। তবে ঘুরে দাঁড়ানোর অঙ্গীকারও করেছে। তবে ঘটনা হল, উৎপাদন কমে আসায় বারবার শিল্পক্ষেত্রে এসে মোদীর সরকা গোঁত্তা খাচ্ছে। এই রিপোর্টেই তার উল্লেখ রয়েছে।

শুধু শিল্পোৎপাদন বা শিল্পের বৃদ্ধি কমাই নয়, মূলধনী পণ্যের উৎপাদনও কমেছে। সেটাও বড় মাথাব্যথার কারণ হতে চলেছে মোদী সরকারের জন্য।

সামনেই লোকসভা নির্বাচন। শিল্প সহ নানা অর্থনৈতিক ইস্যুতে বিরোধীদের কড়া চ্যালেঞ্জের মুখে মোদী সরকার পড়তে চলেছে। এই বিষয়ে কোনও সন্দেহ নেই।