Back
Home » সংবাদ
কপিল দেবের বায়োপিকে রণবীরের স্ত্রীর ভূমিকায় দীপিকা
Oneindia | 12th Jun, 2019 06:42 PM

এবার রিল লাইফেও রণবীর সিংয়ের স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। কপিল দেবের বায়োপিক ৮৩-তে কপিল দেবের স্ত্রী রমি দেবীর চরিত্রে অভিনয় করছেন দীপিকা। বুধবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই খবর জানিয়েছেন রণবীর।

এই নিয়ে দীপ-বীর জোড়ির এটি চতুর্থ সিনেমা হতে চলেছে। পদ্মাবতের পর আবার তাঁদের একসঙ্গে দেখা যাবে।

সম্প্রতি ৮৩ শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন রণবীর। কপিল দেবের কাছে তাঁকে প্রশিক্ষণ নিতেও দেখা গিয়েছে।

কপিল দেবের নেতৃত্বেই ১৯৮৩ সালে ক্রিকেটে বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই ঐতিহাসিক সাফল্যকে সামনে রেখেই ছবিটি তৈরি করা হচ্ছে। ২০২০ সালের এপ্রিলে ছবিটি মুক্তি পাওয়ার কথা।