Back
Home » সংবাদ
প্রবল বর্ষণে ভেসে গেল বীরভূমের জয়দেবের ফেরিঘাট
Oneindia | 11th Jul, 2019 09:44 PM

দফায় দফায় প্রবল বর্ষণ চলছে বীরভূমে। প্রবল বৃষ্টিতে জলের তোড়ে ভেসে গিয়েেছ ইলামবাজারের জয়দেহের ফেরিঘাট। এই ফেরি ঘাটের উপরেই নির্ভর করে বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলার সীমানা সংলগ্ন প্রায় ৫০টি গ্রামেব বাসিন্দারা। শুধু ফেরি ঘাট নয় ভেসে গিয়েছে অস্থায়ী সেতুও।

প্রবল বর্ষণের কারণে জল বেড়েছে নদীর তার উপর হিংলো বাঁধ থেকে জল ছাড়া হয়েেছ গতকাল। সেই জলের তোড়ে ভেসে গিয়েছে এই অস্থায়ী সেতু।

প্রবল দুর্ভোগের শিকার হচ্ছেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ গত বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী পাকা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তা এখনও বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা।

অজয় নদের জলের তোেড় ভেসে যাওয়া ফেরি ঘাট এবং অস্থায়ী সেতুই ছিল এই ৫০টি গ্রামেব বাসিন্দাদের যোগাযোগের মূল মাধ্যম। সেটা প্রতিবছরই বর্ষার সময় ভেসে যায়। তাতে সংকটে পড়তে হয় গ্রামবাসীদের।

বীরভূম জেলাশাসক মৌমিতা বসু জানিয়েছেন, গ্রামবাসীদের সমস্যার কথা মাথায় রেখেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।