Back
Home » সংবাদ
কাশ্মীর কখনই পাকিস্তানের অংশ হবে না! ইসলামি পণ্ডিতের মুখের কথায় তাজ্জব পাকিস্তান
Oneindia | 13th Aug, 2019 09:56 PM

কাশ্মীর কখনই পাকিস্তান ভূখণ্ডের অংশ হবে না। সাফ জানালেন, ইসলামি পণ্ডিত ইমাম মহম্মদ তাওহিদী। একজন ইসলামি পণ্ডিতের মুখে এহেন বিবৃতি শুনে পাকিস্তানও স্তম্ভিত হয়ে গিয়েছে। তিনি বলেন, জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ এবং ৩৫এ ধারা বাতিলের পর ইমাম মহম্মদ তাওহিদী এই বিবৃতি দেন।

তাওহিদী তার টুইটারের বায়োতে নিজেকে পিস অ্যাডভোকেট, সংস্কারবাদী ইমাম, অর্ডিন্ড স্কলার, ন্যাশনাল বেস্টসেলিং লেখক হিসাবে বর্ণনা করেছেন। এই সংস্কারবাদী ইমাম চরমপন্থীদের একহাত নিয়ে কাশ্মীর নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দেন। তিনি সম্প্রতি একটি টুইট বার্তা চরমপন্থী মতাদর্শ নিয়েও নিজের মতাদর্শ ব্যক্ত করেন।

সাম্প্রতিক একটি টুইটে তিনি লিখেছিলেন, আমার বেশিরভাগ অনুরাগীরা প্রকৃতপক্ষে ভালো মানুষ। এঁরা আমাকে চরমপন্থী মতাদর্শের বিরুদ্ধে লড়াই করার জন্য অনুপ্রাণিত করে। আমাকে তাঁরা সমর্থন করে উগ্রবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে। তারপর অনেক অজ্ঞ ও অহংকারী রয়েছেন, যাঁরা কোনও বিষয়ে ইতিবাচক চিন্তাভাবনা করে না।