Back
Home » সংবাদ
হাইকোর্টে নারদ মামলা! সিবিআইকে হাজিরার নোটিশ
Oneindia | 11th Sep, 2019 10:18 PM

আগামী শুক্রবার হাজির থাকতে হবে সিবিআইকে। নারদ মামলায় অভিযুক্ত অপরুপা পোদ্দারের দায়ের করা মামলায় এই প্রথমবার আদালতের নোটিস পেল সিবিআই। এই মামলায় এই প্রথম লিখিত ভাবে সিবিআইকে নোটিস দিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হল।

নারদ ঘুষ কাণ্ডে তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা-নেত্রীদের ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসার পর কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। তদন্ত ভার যায় সিবিআই-এর হাতে। সেইমতো ভিডিওয় যাঁদের দেখা গিয়েছিল তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই।

এরপর এফআইআর থেকে নাম খারিজের আবেদনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অপরূপা পোদ্দার ও ইকবাল আহমেদ। নারদ কাণ্ডে ব্যবহৃত মোবাইলের ফরেনসিক রিপোর্ট ও অভিযুক্তদের ভয়েস টেস্টের রিপোর্ট না আসায় দিনের পর দিন সময় পেরোচ্ছে আদালতে। শুনানি পেছনোয় তদন্তের অগ্রগতি নিয়ে হাইকোর্টে প্রশ্ন তোলে মামলাকারীরা। সেই মামলায় এই তলব সিবিআইকে।