Back
Home » সংবাদ
উৎসবের মরশুমে খুশির খবর! ইপিএফ-এ বাড়ল সুদের হার
Oneindia | 9th Oct, 2019 10:05 PM

২০১৮-১৯ অর্থবর্ষের জন্য সুদের হার ঘোষণা করল ইপিএফও। এই অর্থবর্ষে সুদের হার বাড়িয়ে করা হয়ে ৮.৬৫%। টুইট করে ইপিএফও জানিয়েছে, ছয় কোটি সদস্য প্রায় ৫৪ হাজার কোটি টাকা সুদ হিসেবে পাবেন। এটা উল্লেখ করা যেতে পারে, গত অর্থবর্ষের জন্য ৮.৬৫ % সুদ দেওয়া হবে বলে ২০১৯-এ ২১ ফেব্রুয়ারি সিদ্ধান্ত নিয়েছিল সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিস। এই সংস্থাই ইপিএফও-র সর্বোচ্চ সিদ্ধান্ত নিয়ে থাকে।

২৪ সেপ্টেম্বর কেন্দ্র ইপিএ-এ ২০১৮-১৯ অর্থবর্ষের জন্য ৮.৬৫% সুদ দেওয়ার ব্যাপারে নির্দেশিকা জারি করে। ২০১৭-১৮ সালে ইপিএফ-এর সুদের হার ছিল ৮.৫৫%। গত পাঁচ বছরে এই হারই ছিল সব থেকে কম। ২০১৬-১৭ সালে সুদের হার ছিল ৮.৬৫%। আর ২০১৫-১৬ সালে সুদের হার ছিল ৮.৮%।

এই ইপিএফ-এ ২০১২-১৩ সালে সুদের হার ছিল ৮.৫%। এর পরের দুই বছর ২০১৩-১৪, ২০১৪-১৫ সালে সুদের হার ছিল ৮.৭৫%।

২৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় সিদ্ধান্ত ঘোষণার আগে অবশ্য বিষয়টি নিয়ে শ্রমমন্ত্রক এবং অর্থমন্ত্রকের মধ্যে আলোচনা হয়। অর্থমন্ত্রী এই সুদ দেওয়ার বিরোধী ছিলেন বলেই জানা গিয়েছিল। শ্রমমন্ত্রী তাঁকে জানান, ইপিএফও-র হাতে ৮.৬৫ শতাংশ সুদ দেওয়ার জন্য বাড়তি অর্থ রয়েছে।