অযোধ্যা মামলার রায় এদিন শনিবার ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। শুক্রবারই তা জানিয়ে দেওয়া হয়েছে। সকাল সাড়ে দশটা নাগাদ রায় ঘোষণা হবে। মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এই মামলার শুনানির পর রায়দান স্থগিত রেখেছিল। এবার সেই রায় ঘোষণা করা হবে।