লোকসভা নির্বাচনে তপশিলি জাতি ও উপজাতির মানুষ সরে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের পাশ থেকে। তাই এবার নেতৃত্ব বদলের ভাবনা শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়কদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। ভোট কৌশলী প্রশান্ত কিশোরের সঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্তের কথা জানান তিনি।